৪৩ তম বর্ষে ডাবগ্রাম নিউ বয়েজ ক্লাবের শ্যামা পূজার নিবেদন "মুক্তির কোলাহল", আজ হল খুঁটি পূজা

প্রতিটি প্রাণীর জীবণে মূক্তির বাণী ছড়িয়ে দিতে ডাবগ্রাম নিউ বয়েজ ক্লাব এবার শ‍্যামা পূজার বিশেষ নিবেদন "মুক্তির কোলাহল", বৃহস্পতিবার হয়ে গেল খুঁটি পূজা 

/ Updated: Sep 22 2022, 11:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৪৩ তম বর্ষে ডাবগ্রাম নিউ বয়েজ ক্লাবের শ্যামা পূজা | বৃহস্পতিবার হয়ে গেল খুঁটি পূজা | একটু ভিন্ন ভাবে মন্ডপসজ্জার কাজ করা হবে বলে জানান পূজা কমিটির সম্পাদক | এবার শ্যামা পূজার বিশেষ নিবেদন "মুক্তির কোলাহল" | মানবজাতি থেকে পশু পাখি সকলেই আজ নানান জালে আবদ্ধ,যাতে সেই জাল থেকে বেরিয়ে সকল প্রাণী সমাজ আবার মূক্ত ভাবে জীবণযাপন করতে পারে সেটিকে তুলে ধরা হবে এই থিমে | পূজা কমিটির সম্পাদক জানান খুঁটি পূজা করে সকল শহরবাসী কে এই বার্তা দিতে চাই যে ডাবগ্রাম ও বড় পূজা হয়