শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনার জের, মারিশদা সহ একাধিক থানার ওসি বদল

শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। এবং দুর্ঘটনাস্থল সেই মারিশদায়! এই ঘটনায় শুধু মারিশদা থানা নয়, বদল হয়েছে একাধিক থানার ওসি

Share this Video

শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা, এবং দুর্ঘটনাস্থল সেই মারিশদায়! | এই নিয়ে ৩ বার দুর্ঘটনার কবলে তার কনভয় | মারিশদায় দুর্ঘটনাগ্রস্ত সিআরপিএফের গাড়ি ও লরি | আর এই ঘটনায় মারিশদা সহ একাধিক থানার ওসি বদল করা হয় | মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডু কে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে | মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে | ওসি পটাসপুর দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায় | খেজুরি থানার ওসি কামের হাসিদকে কাঁথি থানায় পাঠানো হয়েছে

Related Video