আড়াইশো বছরের পুরনো দে পরিবারের পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়

আড়াইশো বছর ধরে চলে আসছে বর্ধমানের বড়শুলের দে পরিবারের দুর্গা পুজো। এখানকার পুজোর পিছনে লুকিয়ে রয়েছে নানান গল্প। যাদব চন্দ্র দে এই পুজোর সূচনা করেন। আগে দে পরিবারে ঘটে পুজো করা হত। অনেকের মতে স্বাপ্নাদেশ পেয়েই এই পুজোর সূচনা হয়। অনেকে আবার বলেন সাধু দল সেখানে গিয়েছিল। সাধুদের ঝুলি থেকে পরিবারের এক কিশোরী হরগৌরির ছবি তুলে নেন। এর পর থেকেই সেখানে হরগৌরী রূপে মা পূজিত হয়ে আসছেন। এখন দূর দূরান্ত থেরে সেখানে মানুষ যায় পুজো দেখতে।

Share this Video

আড়াইশো বছর ধরে চলে আসছে বর্ধমানের বড়শুলের দে পরিবারের দুর্গা পুজো (Durgapuja 2021)। এখানকার পুজোর পিছনে লুকিয়ে রয়েছে নানান গল্প। যাদব চন্দ্র দে এই পুজোর সূচনা করেন। আগে দে পরিবারে ঘটে পুজো করা হত। অনেকের মতে স্বাপ্নাদেশ পেয়েই এই পুজোর সূচনা হয়। অনেকে আবার বলেন সাধু দল সেখানে গিয়েছিল। সাধুদের ঝুলি থেকে পরিবারের এক কিশোরী হরগৌরির ছবি তুলে নেন। এর পর থেকেই সেখানে হরগৌরী রূপে মা পূজিত হয়ে আসছেন। এখন দূর দূরান্ত থেরে সেখানে মানুষ যায় পুজো দেখতে।

Related Video