করোনার জেরে বাজেটের সঙ্গে কমেছে বরাতও, চিন্তায় দিন কাটছে মৃৎশিল্পীদের
করোনার আবহের মাঝেই আরও এক পুজো। গত বছরের পর এবছরও করোনার জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের। পুজোর আগে এখন চিন্তায় বর্ধমানের নীলপুরের পালপাড়ারা মৃৎশিল্পীরা। আগে প্রতি বছর সেখান থেকে কলকাতায় যেত দুর্গা প্রতিমা। করোনার জেরে এবছর তেমন চাহিদা নেই, জানাচ্ছেন মৃৎশিল্পীরা। পুজোর বাজেট কমেছে তাই শেষ মুহূর্তে আসছে কিছু ছোট অর্ডার। সেই অর্ডারেরই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কঠিন পরিস্থিতিতেও প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে।
করোনার আবহের মাঝেই আরও এক পুজো। গত বছরের পর এবছরও করোনার জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের। পুজোর আগে এখন চিন্তায় বর্ধমানের নীলপুরের পালপাড়ারা মৃৎশিল্পীরা। আগে প্রতি বছর সেখান থেকে কলকাতায় যেত দুর্গা প্রতিমা। করোনার জেরে এবছর তেমন চাহিদা নেই, জানাচ্ছেন মৃৎশিল্পীরা। পুজোর বাজেট কমেছে তাই শেষ মুহূর্তে আসছে কিছু ছোট অর্ডার। সেই অর্ডারেরই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কঠিন পরিস্থিতিতেও প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে।