দুর্গা পুজোর শুভারম্ভ মধ্যমগ্রামে, খুঁটি পুজো দিয়ে শুরু বসুনগর ৩নং গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির

উল্টো রথের দিনেই দুর্গা পুজোর শুভারম্ভ মধ্যমগ্রামে। খুঁটি পুজো দিয়ে শুরু বসুনগর ৩নং গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। গত ১০ বছর ধরে সারম্বরে এই পুজো হয়ে আসছে। সাবেকিয়ানার মধ্যেই থিমের ছোঁয়া থাকছে এবারের পুজোয়। এবছরের থিম 'পাখি আজ তেপান্তর'। মহিলা ঢাকির উপস্থিতি সকলের নজর কেড়েছে। সমস্ত কোভিড বিধি মেনেই এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে। 

/ Updated: Jul 09 2022, 06:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উল্টো রথের দিনেই দুর্গা পুজোর শুভারম্ভ মধ্যমগ্রামে। খুঁটি পুজো দিয়ে শুরু বসুনগর ৩নং গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। গত ১০ বছর ধরে সারম্বরে এই পুজো হয়ে আসছে। সাবেকিয়ানার মধ্যেই থিমের ছোঁয়া থাকছে এবারের পুজোয়। এবছরের থিম 'পাখি আজ তেপান্তর'। মহিলা ঢাকির উপস্থিতি সকলের নজর কেড়েছে। সমস্ত কোভিড বিধি মেনেই এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে। 

Read more Articles on