আবারও পার্থ চট্টোপাধ্যায়ের এক ফার্মহাউসের হদিস পেল ইডি, ঝাড়গ্রামে মিলল ৪৫ একরের ফার্মহাউসটি
ঝাড়গ্রাম এর বাঁধগোড়া এলাকায় ৪৫ একর জায়গার উপর বিলাসবহুল ফার্মহাউসের হদিস পেল তদন্তকারি সংস্থা, সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায় এর আত্মীয় মানষী গুচ্ছাইত এবং তার স্বামী অতনু এই ফার্মহাউস তৈরী করেছে
ঝাড়গ্রাম এর বাঁধগোড়া এলাকায় ৪৫ একর জায়গার উপর বিলাসবহুল ফার্মহাউসের হদিস পেল তদন্তকারি সংস্থা | সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায় এর আত্মীয় মানষী গুচ্ছাইত এবং তার স্বামী অতনু এই ফার্মহাউস তৈরী করেছে | এখানে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা দের আসা যাওয়া থাকতো বলে সূত্রের খবর | পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক ব্যাক্তির কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে মানষী এবং তার স্বামী অতনু | তদন্তে গেলে মানষী এবং অতনু পালিয়ে যায় | পার্থ চট্টোপাধ্যায় এর গ্রেপ্তারের পর ঝাড়গ্রাম এর এই ফার্ম হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে
Read more Articles on