ব্যাপক ক্ষতি আম চাষের, মালদহে শুলি পোকা নষ্ট করছে আম

  • মালদহে ব্যাপক ক্ষতি আম চাষের
  • সেখানে আম বাগানে দেখাযাচ্ছে শুলি পোকা
  • এই পোকাই নষ্ট করে দিচ্ছে আম
  • যার জেরে অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে চাষিদের

Share this Video

মালদহে ব্যাপক ক্ষতি আম চাষের। সেখানে আম বাগানে দেখাযাচ্ছে শুলি পোকা। এই পোকাই নষ্ট করে দিচ্ছে আম। যার জেরে অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে চাষিদের। প্রতিবছরই শুলি পোকার কারণে তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যদিকে আংশিক লকডাউনে বন্ধ আমের রপ্তানিও। যার জেরে আম চাষিদের মাথায় হাত পড়েছে। এ নিয়ে তবে বিন্দুমাত্র হেলদোল নেই সরকারের। এমনটাই জানাচ্ছেন সেখানকার চাষিরা।

Related Video