ফেসবুক পোর্টালের আড়ালে ভুয়ো কলসেন্টার, পুলিসি তল্লাশিতে এই চক্রের পর্দা ফাঁস

ফেসবুক পোর্টালের আড়ালে ভুয়ো কলসেন্টার। দার্জিলিঙের শিলিগুড়ির গুরুনানক সরণির পাঞ্জাবি পাড়ার ঘটনা। বহুতলের একটি ফ্ল্যাটে চলছিল এই ভুয়ো কলসেন্টার। গোপন সুত্রে খবর পেয়ে পুলিসি তল্লাশিতে এই চক্রের পর্দা ফাঁস। 

Share this Video

অভিযোগ, বিভিন্ন কোম্পানির নামে এই ভুয়ো কলসেন্টার চলছিল। বেশ কিছু অভিযোগের পড়েই এই পুলিসি তল্লাশি শুরু হয়। তল্লাশিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Video