মণি নদীতে জলস্ফীতি, ভাসছে রায়দিঘী

  • বন্যা পরিস্থিতি রায়দিঘীতে
  • কোটালের জেরেই বন্যা
  • রায়দিঘী বাজারও জলের নীচে
  • একনজরে দেখেনিন সেই ভিডিও

Share this Video

মণি নদীর জলস্ফীতির ফলে ভাসছে রায়দিঘী। অনবরত বৃষ্টির ফলে বেড়ছে জলের স্তর আর তার জেরেই বন্যা পরিস্থিতি এখন সেখানে। শুধু তাই নয় কোটলের ফলে জল বাড়েছে অনেক তার ফলে রায়দিঘী বাজারও এখন প্রায় জলের নীচে। জলে ডুবে গিয়েছে বাজারের দোকান ও ব্রিজ সংলগ্ন বেশ কিছু বাড়ি। জল ঢুকে গিয়েছে ধানের গোলাতেও ফলে ক্ষতি হয়েছে অনেক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কোটালের ফলে জল ওঠে বরাবরই তবে এবার বেশি জল আসায় বন‍্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

Related Video