মদনের সঙ্গে এক ফ্রেমে রূপালি সরকার, তৃণমূল কর্মী খুনের দায়ে গ্রেফতার কামারহাটির প্রাক্তন কাউন্সিলর

কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় ২০২০ সালের মে মাসে তৃণমূল কর্মী  সৌমেন দাস খুন হয়। শনিবার  কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

Share this Video

সালটা ছি ২০২০। মে মাসে খুন করা হয়েছিল বেলঘরিয়ার বাসিন্দা সৌমেন দাসকে। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় কামারহাটির প্রাক্তন কাউন্সিলর রূপালি সরকারকে। ঘটনার প্রায় ২ বছর পর রূপালি ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করে। সেই সময়ই বিচারক তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। নিহত সৌমেন দাসের পরিবারের আইনজীবী জানিয়েছেন খুনের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও এখনও একদিনের জন্য জেলে যায়নি রূপালি। এই প্রথম তাকে গ্রেফতার করা হয়। আগামী দিনে এই লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। সৌমেন দাসের পরিবারের জানিয়েছেন এই ঘটনায় তাঁরা খুশি। তৃণমূল কাউন্সিলর কী করে বারবার বেল পেয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রূপালির আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে তাঁর। তিনি আরও জানিয়েছেন তাঁর ছেলে কোনও দিনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। 


Related Video