অর্পিতার ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর ফ্ল্যাট, সারা দিনভর ম্যারাথন তল্লাশি ইডির

অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয়, এরপর আটঘড়ায় অর্পিতার আরও একটি ফ্ল্যাটের হদিস পায় ইডি, সকাল ১১ টা থেকে এখন ও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ইডি

/ Updated: Jul 27 2022, 05:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগেই পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল | ম্যারাথন জেরার পর গ্রেফতার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় | এবার  অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয় | ওই আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে | এরপর আটঘড়ায় অর্পিতার আরও একটি ফ্ল্যাটের হদিস পায় ইডি | আটঘড়ার বি ব্লকের ৪০৪ নাম্বার ফ্লাটটিও তল্লাশি করে ইডি | এরপর বালিগঞ্জ প্লেসে মনোজ জৈন নামে এক  ব্যবসায়ীর ফ্ল্যাট এ ইডির হানা | সকাল ১১ টা থেকে এখন ও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ইডি |