পুজোর আগে সুসংবাদ দিলেন লকেট চট্টোপাধ্যায়, আবার খুলছে গোন্দলপাড়া জুটমিল

  • পুজোর পরে আবার খুলতে চলেছে গোন্দলপাড়া জুটমিল
  • দীর্ঘ দিনের টাল বাহানার পরে আবারও খুলতে চলেছে এই জুটমিল
  • বৃহস্পতিবার সেই কথাই জানালেন লকেট চট্টোপাধ্যায়
  • এক নজরে দেখে নিন কি বললেন তিনি 
     

Share this Video

পুজোর পরে আবার খুলতে চলেছে গোন্দলপাড়া জুটমিল। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই জুটমিল। তার পর থেকেই অনেক অভাব অনোটনের মধ্যে দিন কেটেছে এখানকার শ্রমিকদের। এমনকি একজন শ্রমিক আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে। এর পরে দীর্ঘ দিনের টাল বাহানার পরে অবশেষে আবারও খুলতে চলেছে এই জুটমিল। ১লা নভেম্বর থেকে খুলে যাচ্ছে এই জুটমিল। এই কথাই বৃহস্পতিবার সকলকে জানালেন লকেট চট্টোপাধ্যায়। দুর্গা পুজোর আগে এটা একটা সুসংবাদ বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায় এই সংবাদ আবারও হাসি ফুটিয়েছে জুটমিলের শ্রমিকদের মুখে। 

Related Video