ধূপগুড়িতে বনকর্মীদের জালে হিমালয়ান ব্ল্যাক বিয়ার

ডুয়ার্স বারবার দেখা মিলছে ভালুকের। কিছুদিন আগেই মালবাজারের বাটাইগোলায় আচমকাই একজনের বাড়িতে ঢুকে পড়ে ভালুকটি। এবার ধূপগুড়িতে দেখা মিলল ভালুকের। দিন কয়েক আগেই ধূপগুড়িতে ভালুকের দেখা মেলে। 

Share this Video

ডুয়ার্স বারবার দেখা মিলছে ভালুকের। কিছুদিন আগেই মালবাজারের বাটাইগোলায় আচমকাই একজনের বাড়িতে ঢুকে পড়ে ভালুকটি। এবার ধূপগুড়িতে দেখা মিলল ভালুকের। দিন কয়েক আগেই ধূপগুড়িতে ভালুকের দেখা মেলে। দিন দুয়েক আগে ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভালুক দেখা গিয়েছে বলে গ্রামবাসীরাই জানান। এরপর রীতিমত আতঙ্কে ছিলেন সেখানকার মানুষ। ঠিক তার দু-একদিনের মাথায় উদ্ধার হল ভালুক। দিন দুয়েক আগে যেখানে ভালুকটি দেখা গিয়েছিল এটা সেখান থেকে খুব বেশি দূরে নয়। প্রথমে ভালুকটিকে দেখে সকলে জংলি শুয়োর মনে করলেও পরে সকলে বুঝতে পারেন এটি একটি ভালুক। ভালুকটিকে দেখা মাত্রই বন দফতরে খবর যায়। রবিবার বিকেলেই ধরা পড়ে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি। দীর্ঘক্ষণের চেষ্টার পর জালে ধরা পড়ে ভালুকটি। স্বাস্থ্য পরীক্ষার পরে ভালুকটিকে ছেড়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বন দফতরের কর্মীরা। 

Related Video