পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান বালির হিমাংশু শেখরের

শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা হয় .এই পরীক্ষায় প্রথম স্থান পেল বালির বাসিন্দা হিমাংশু শেখর| ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশুর সাফল্যে আনন্দের বাঁধ ভেঙেছে
 

/ Updated: Jun 17 2022, 11:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা হয় | এই পরীক্ষায় প্রথম স্থান পেল বালির বাসিন্দা হিমাংশু শেখর| ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশুর সাফল্যে আনন্দের বাঁধ ভেঙেছে| ছোট্ট পরিবারে বড় ছেলে হিমাংশু যে এতবড় সাফল্য পাবে তা যেন বিশ্বাসই হচ্ছেনা মাঅনিতা প্রসাদ ও বাবা উপেন্দ্রপ্রসাদের |বাবা উপেন্দ্রপ্রসাদ হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার| হিমাংশু জানিয়েছে সিবিএসইর চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জয়েন্টের জন্যও প্রস্তুতি নিয়েছিল সে | ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেকে শিল্পোদ্যোগী হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় হিমাংশু | হিমাংশু শেখর মাধ্যমিকে ও সপ্তম স্থান অধিকার করে