বসন্ত সেজে উঠেছে চারপাশ, নাচে-গানে জমজমাট দোল উৎসব পুরুলিয়ায়

বসন্তে সেজে উঠেছে চারপাশ। বসন্তে দোল উৎসবের আনন্দে মেতেছেন সকলে। নাচে-গানে জমজমাট দোল উৎসব পুরুলিয়ায়। পুরুলিয়ায় দু'দিন ধরে পালিত হচ্ছে দোল। কলকাতা সহ দূর দুরান্ত থেকে সবাই ছুটে গিয়েছেন সেখানে। ছৌ নাচ-বাউল গানে জমজমাট দোল উৎসব পালন পুরুলিয়ায়।

/ Updated: Mar 19 2022, 12:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসন্তে সেজে উঠেছে চারপাশ। বসন্তে দোল (Holi) উৎসবের আনন্দে মেতেছেন সকলে। নাচে-গানে জমজমাট দোল উৎসব পুরুলিয়ায় (Purulia)। পুরুলিয়ায় দু'দিন ধরে পালিত হচ্ছে দোল। কলকাতা সহ দূর দুরান্ত থেকে সবাই ছুটে গিয়েছেন সেখানে। ছৌ নাচ-বাউল গানে জমজমাট দোল উৎসব পালন পুরুলিয়ায়। পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে নরাহারা জলাধারে আয়োজিত কলকাতা, কাঁচড়াপাড়া সহ দূর দুরান্তের ভ্রমণ পিপাসু মানুষেরা দু'দিন ধরে শহরের ব্যস্ততা জীবন ছেড়ে পুরুলিয়ার পলাশের বনে আয়োজিত বসন্ত উৎসবের আনন্দ হৈ-হুল্লোড়ে মেতে থাকলেন। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, নাটুয়া নাচ, বাউল কবিতা এবং চাঁদনি রাতের সাহিত্য-সংস্কৃতির আড্ডায় জমজমাট হয়ে উঠল বসন্ত উৎসব। প্রকৃতির কোলে দোল উৎসব পালন করে খুশি সকলেই। পুরুলিয়ার ঝালদা শহর ঘেঁষা নরাহারায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গত ২বছর ধরে হয়ে আসছে বসন্ত উৎসব (Basanta utsav)। একদিকে নরাহারা জলাধার অন্যদিকে পলাশের জঙ্গলের মনোরম প্রাকৃতিক পরিবেশে বসন্ত উৎসব বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে কলকাতা সহ দূরদূরান্তের পর্যটকদের আগমন এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে।