বাধভাঙা আনন্দে অন্যরকম এক বসন্ত উৎসবে মাতলেন গৃহবধূদের
হাতে আর মাত্র দুটো দিন, তারপরেই বসন্ত উৎসব। বাঁধনছাড়া আনন্দে বসন্ত উৎসব পালন গৃহবধূদের। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে। অনুষ্ঠানে ছিল শুধু মহিলারাই, ছিল না কোনও পুরুষ। 'আনন্দ কি শুধু পুরুষদের জন্যই' এই প্রশ্ন সামনে রেখেই অনুষ্ঠান।
'Why should men have all the fun' এই প্রশ্নকে সামনে রেখে শুধুমাত্র মহিলারাই বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরে। তাঁদের কথায় ছেলেদের কোথাও কোনও আনন্দ উৎসব করতে কোনও বাধা থাকেনা। কিন্তু রমনীরা সংসারের বাঁধনে পরিবারের কথা মাথায় রেখে অনেক বিধিনিষেধের মধ্যে আটকে পড়তে হয়। তাই আগামী বসন্ত উৎসবের আগেই রঙের উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের রমনীরা। রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে আয়োজিত বসন্ত উৎসবে বাঁধনছাড়া আনন্দে মেতে উঠলেন নাট্যকার থেকে শিক্ষিকা বা নেহাতই গৃহবধূরা। বসন্ত এসে গেছে। প্রকৃতি সেজে উঠেছে তার রূপে রসে আর গন্ধে। আর প্রকৃতির সাজের সাথে সাথে নারীদের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। বহু প্রতিকূলতার মধ্য থেকে আনন্দকে ধরে রাখার জন্য এটি একটি অনন্য প্রয়াস বলে জানালেন প্রাক্ বসন্ত উৎসবে মেতে ওটা রমনীরা। এই সমাজে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানান চাপ, বাধা বিপত্তি। কিন্তু দেখা যায় এরইমধ্যে পুরুষেরা তাঁদের নিজেদের আনন্দটুকু অনায়াসেই উপভোগ করে নেয় অথচ রমনীরা তা পারেনা। তারাও তো সংসারের বা নিজের কর্মস্থলের চাপে পিষ্ট হয়ে থাকেন। তাই নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে প্রাক্ বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের নারীরা।