Baguiati murder case: কীভাবে খুন করা হয়েছিল অতনু-অভিষেককে, ঘটনার পুর্ননির্মাণ করে দেখাল সত্যেন্দ্র

কীভাবে খুন করা হয়েছিল অতনু-অভিষেককে, ঘটনার পুর্ননির্মাণ করে দেখাল সত্যেন্দ্র। এদিন হাড়োয়ার কুলটি এলাকায় যেখানে দশম শ্রেণীর ছাত্র অতনু দের মৃতদেহ পাওয়া গিয়েছিল প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয় সত্যেন্দ্র সহ বাকি অভিযুক্তদের। ন‍্যাজাট থানার বাসন্তী হাইওয়ের শিরিষতলায় অপর এক ছাত্র অভিষেক নস্করের মৃতদেহ পড়েছিল। বুধবার সেখানেও নিয়ে যাওয়া হয় সত্যেন্দ্রকে। কীভাবে দুই ছাত্রকে খুন করে এদিন তা সত্যেন্দ্রের কাছে বিশদে জানতে চান তদন্তকারীরা। একই সঙ্গে তাঁর বয়ান ও ঘটনার পুর্ননির্মাণ, পুরোটাই ক্যামেরাবন্দি করেন তদন্তকারীরা। 

Share this Video

কীভাবে খুন করা হয়েছিল অতনু-অভিষেককে, ঘটনার পুর্ননির্মাণ করে দেখাল সত্যেন্দ্র। এদিন হাড়োয়ার কুলটি এলাকায় যেখানে দশম শ্রেণীর ছাত্র অতনু দের মৃতদেহ পাওয়া গিয়েছিল প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয় সত্যেন্দ্র সহ বাকি অভিযুক্তদের। ন‍্যাজাট থানার বাসন্তী হাইওয়ের শিরিষতলায় অপর এক ছাত্র অভিষেক নস্করের মৃতদেহ পড়েছিল। বুধবার সেখানেও নিয়ে যাওয়া হয় সত্যেন্দ্রকে। কীভাবে দুই ছাত্রকে খুন করে এদিন তা সত্যেন্দ্রের কাছে বিশদে জানতে চান তদন্তকারীরা। একই সঙ্গে তাঁর বয়ান ও ঘটনার পুর্ননির্মাণ, পুরোটাই ক্যামেরাবন্দি করেন তদন্তকারীরা। 

Related Video