Lakshmi Puja : ধনদেবীর আরাধনায় ব্যস্ত গোটা বাংলা, শেষ মুহূর্তের বাজারে ব্যাপক ভিড়
ধনদেবীর আরাধনায় ব্যস্ত গোটা বাংলা। বাজারে বাজারে মাটির লক্ষ্মী প্রতিমা ও পট নিয়ে বসে পড়েছেন বিক্রেতারা। লক্ষ্মী লাভের আশায় তারাও ব্যস্ত। করোনার প্রকোপ দূর হতেই বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। ভিড় জমেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। সকাল থেকে সাধারণ মানুষ ভীড় করছে বাজার চত্বরে। প্রতিমা থেকে দশকর্মা, ফলের দোকান সর্বত্রই জমেছে ভীড়। খুশীর আমেজ ব্যাবসায়িক মহলে।
ধনদেবীর আরাধনায় ব্যস্ত গোটা বাংলা। বাজারে বাজারে মাটির লক্ষ্মী প্রতিমা ও পট নিয়ে বসে পড়েছেন বিক্রেতারা। লক্ষ্মী লাভের আশায় তারাও ব্যস্ত। করোনার প্রকোপ দূর হতেই বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। ভিড় জমেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। সকাল থেকে সাধারণ মানুষ ভীড় করছে বাজার চত্বরে। প্রতিমা থেকে দশকর্মা, ফলের দোকান সর্বত্রই জমেছে ভীড়। খুশীর আমেজ ব্যাবসায়িক মহলে।