কিং কোবরা ভেবে দাঢ়াশ সাপ নিয়ে হুলুস্থুলকাণ্ড চা-বাগানে

কিং কোবরা ঢুকেছে চা-বাগানে, এই খবর বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়ে। আতঙ্কে চা-বাগানে কাজ বন্ধ করে দেন চা-পাতা তোলার শ্রমিকরা।

| Updated : May 27 2022, 11:44 AM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কিং কোবরা ঢুকেছে চা-বাগানে, এই খবর বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়ে। আতঙ্কে চা-বাগানে কাজ বন্ধ করে দেন চা-পাতা তোলার শ্রমিকরা। আতঙ্কে থমকে যায় বাগানের অন্যান্য কাজ, ছুটে আসেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ভূটান পাহাড় লাগোয়া বিন্নাগুড়ির কাছে কাঠালগুড়ি চা-বাগানে। খবর যায় বিন্নাগুড়ির বন দফতরে, কিং কোবরা ধরতে আর্জি জানানো হয়। পরে যখন সাপটিকে উদ্ধার করা হয়, দেখা গেল সেটি একটি পূর্ণ বয়স্ক দাঁড়াশ সাপ। পরে সেটিকে ছেড়ে দেওয়া হয় এবং চা বাগানে পুনরায় কাজ চালু হয়। যদিও সাপটিকে নিয়ে হুলুস্থুলকাণ্ড বেধে গিয়েছিল চা-বাগানে।

Read More

Related Video