'প্রকল্প হলে বাংলার নামেই হবে, নইলে আপনার টাকার দরকার নেই' কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের
একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। অভিষেক বলেন, মদি-অমিত শাহর অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মুখ দেখিয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না'। 'আপনাকে মানুষ যদি সার্টিফিকেট দেয়, তবেই প্রার্থী হবেন'। 'বিজেপির নেতারাই বলছে, মোদীজীকে বলে টাকা বন্ধ করেছি'। 'বাংলা কেন্দ্রের কাছে হাত পাতবে না'। 'প্রকল্প হলে বাংলার নামেই হবে, না হলে আপনার টাকার দরকার নেই'। '৪২০ টাকার রান্নার গ্যাস ১১০০ টাকা ছাড়িয়েছে'। 'আপনারা দেখুন আচ্ছে দিনের নামে কি করেছে'। 'এদের যোগ্য জবাব দিতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়'।
একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। অভিষেক বলেন, মদি-অমিত শাহর অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মুখ দেখিয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না'। 'আপনাকে মানুষ যদি সার্টিফিকেট দেয়, তবেই প্রার্থী হবেন'। 'বিজেপির নেতারাই বলছে, মোদীজীকে বলে টাকা বন্ধ করেছি'। 'বাংলা কেন্দ্রের কাছে হাত পাতবে না'। 'প্রকল্প হলে বাংলার নামেই হবে, না হলে আপনার টাকার দরকার নেই'। '৪২০ টাকার রান্নার গ্যাস ১১০০ টাকা ছাড়িয়েছে'। 'আপনারা দেখুন আচ্ছে দিনের নামে কি করেছে'। 'এদের যোগ্য জবাব দিতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়'।