প্রেমের টানে মেয়ে সেজে লেডিস হোস্টেলে, তারপর

কাকভোরে প্রেমিকার সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল প্রেমিকের। প্রেমিকা থাকেন বহরমপুরের একটি গার্লস হোস্টেলে। গার্লস হোস্টেলেই প্রেমিকার সাথে দেখা করতে আসেন প্রেমিক। তবে মেয়ে সেজে বোরখা পড়ে হাজির হন প্রেমিক। কিন্তু শেষ রক্ষা আর হল না। ধরা পড়ে গেলেন বোরখা পড়া প্রেমিক। বোরখার তলায় ছেলেদের জুতো দেখেই সকলে ধরে ফেলে। পড়ে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়। এই ঘটনায় মেয়েদের হোস্টেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। 

Share this Video

কাকভোরে প্রেমিকার সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল প্রেমিকের। প্রেমিকা থাকেন বহরমপুরের একটি গার্লস হোস্টেলে। গার্লস হোস্টেলেই প্রেমিকার সাথে দেখা করতে আসেন প্রেমিক। তবে মেয়ে সেজে বোরখা পড়ে হাজির হন প্রেমিক। কিন্তু শেষ রক্ষা আর হল না। ধরা পড়ে গেলেন বোরখা পড়া প্রেমিক। বোরখার তলায় ছেলেদের জুতো দেখেই সকলে ধরে ফেলে। পড়ে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়। এই ঘটনায় মেয়েদের হোস্টেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। 

Related Video