মৃত্যুমুখী বাঘ বনাম মানুষের লড়াই, ভাইরাল হল ভিডিও

  • চিতাবাঘের আক্রমণের শিকার হল মানুষ
  • জখম বাঘের ছবি তুলতে গিয়ে বিপত্তি
  • আর একটু হলে বেঘোরেই প্রাণ যেত এক জনের 
  • সোমবার ঘটনাটি আলিপুরদুয়ারের 

Share this Video

রাস্তা পার হচ্ছিল একটি চিতাবাঘ। কিন্তু, সে খেয়াল করেনি উল্টোদিক থেকে ধেয়ে আসছে প্রবল গতিতে থাকা একটি ট্রাক। ফলে ট্রাকের সামনে ধাক্কা খেয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে চিতাবাঘটি। এরপর কিছু উৎসুক মানুষ চিতাবাঘটিকে দেখতে যায়। এমন সময় এক ব্যক্তি পকেট থেকে মোবাইল ফোনটি বের করে ফটাফট বিভিন্ন অ্যাঙ্গেলে বাঘের ছবি তুলতে শুরু করেন। এতে আরও রেগে যায় চিতাবাঘটি। আচমকাই আচ্ছন্ন ভাব কাটিয়ে সে ঝাঁপিয়ে পড়ে ছবি তুলতে ব্যস্ত থাকা ব্যক্তির উপরে। এরপর চিতাবাঘ ও মানুষের ধস্তাধস্তি-তে চারিদিকে ভীড় জমে যায়। সোমবার সকালে এই ঘটনা আলিপুরদুয়ারের বীরপাড়ার কাছে দলগাঁও-এ।

Related Video