মিড ডে মিলের খিচুড়িতে আস্ত পোকা, 'নোংরা রয়েছে তো আমি কি করবো', সাফাই অঙ্গনওয়ারী কর্মী

মিড ডে মিলের খিচুড়িতে আস্ত পোকা। পোকা সমেত ওই খিচুড়ি খাওয়ানোর অভিযোগ বাচ্চাদের। অভিযুক্ত অঙ্গনওয়ারী কর্মী বললেন 'নোংরা রয়েছে তো আমি কি করবো? এই ঘটনায় উত্তাল দেগঙ্গার নূরনগর, বাসনা বেনাপুর মাঠপাড়া। 

/ Updated: Jul 09 2022, 01:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অভিযুক্ত অঙ্গনওয়ারী কর্মীকে ঘিরে ধরে গ্রামবাসীরা। পচা আলু ও খারাপ সয়াবিন বাচ্চাদের খাওয়ানোর অভিযোগ। চালেও টিকটিকি, ইঁদুরের বিষ্ঠা, পোকা চাল দিয়েই রান্না হয়েছিল খিচুড়ি। ওই খিচুড়ি খেয়ে বেশ কিছু বাচ্চা অসুস্থ হওয়ার অভিযোগ।