মমতার কাছে শোভন বৈশাখী ,অভিমানের প্রাচীর কি ভাঙল শোভনের ?

সূত্রের খবর বুধবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই পাকা সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। এবার জুটি বেঁধেই তাঁরা ঘাসফুল শিবিরে ফিরতে চলেছেন বলে সূত্রের খবর
 

Share this Video


সবকিছু ঠিকঠাক থাকলে আবারও ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারে। তেমনই জল্পনা শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায়েরক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের দলের ফেরার পথ সুগম হচ্ছে। সূত্রের খবর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভনের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন। সবকিছু যদি পরিকল্পনামাফিক চলে তাহলে দ্রুতই শোভন ফিরে আসতে পারেন তৃণমূল কংগ্রেসের। 

সূত্রের খবর বুধবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই পাকা সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। শুধু শোভন একা নন বৈশাখীও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেও সূত্রের খবর। 

Related Video