করোনার জের, ছাত্রদের বিক্ষোভে বাতিল হল জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পরীক্ষা

  • ছাত্রদের বিক্ষোভের জেরে বাতিল পরীক্ষা
  • করোনাই এর পেছনের মূল কারণ
  • কলেজ ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ
  • জলপাইগুড়ির ফার্মাসি কলেজের ঘটনা

Share this Video

করোনার জেরে শিক্ষা ব্যবস্থা রীতিমতন থমকেই গেছে। এবার সেই করোনার জেরেই বন্ধ হল পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১২ টা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল জলপাইগুড়ি ফার্মাসি কলেজে, সেই মত প্রস্তুতিও নেওয়া হয় কলেজ থেকে। বি ফার্মের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের জন্যই এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরিক্ষা বন্ধের দাবিতে সোমবার থেকেই শুরুহয় কলেজের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। অন্যান্য কলেজের মত তাদের কলেজেও ৮০ ও ২০ নম্বরের ভিত্তিতেই পরীক্ষা নিতে হবে বলে দাবি জানায় ছাত্র-ছাত্রীরা। এই সবের মধ্যই একজন ছাত্রের শরীরে করোনার উপসর্গও দেখা যায়। এরপরেই ছাত্ররা কলেজের অধ্যাপকদেরও ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ শুরু করে ফলে পরীক্ষা বাতিল করতে বধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। লিখিত ভাবে পরীক্ষা বাতিলের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে ইউনিভার্সিটিকেও। 

Related Video