সাইকেল চালিয়ে রক্তদানের বার্তা নিয়ে সারা ভারত যাত্রার পথে হুগলির জয়দেব রাউত, লক্ষ্য রক্তের সংকট দূরীকরণ

রক্তদানের উৎসাহ বাড়াতেই  সাইকেল চালিয়ে রক্তদানের বার্তা নিয়ে সারা ভারত যাত্রার পথে হুগলির জয়দেব রাউত,  এই শনিবার দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়  

Share this Video

রক্তের অভাবে দিন প্রতিদিন মৃত্যু হয় বহু মানুষের, বহু মানুষ এখনও রক্তদান করতে দ্বিধাবোধ করে, এবার রক্তদানের উৎসাহ বাড়াতেই মহৎ উদ্যোগ নেয় হুগলির জয়দেব রাউত, চলতি মাসের ১ তারিখ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বারাসাতের রক্তদান ভবন থেকে বাই সাইকেলে করে রক্তদানের বার্তা নিয়ে বের হয় । ৩৬৫দিন সাইকেল চালিয়ে সারা দেশ ঘুরে রক্তদানের বার্তা দেবেন । তার কর্মসূচীর নাম 'হর ঘর রক্তদাতা' ।
এই শনিবার দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় | 

Related Video