তপন কান্দুর পরিবারের সঙ্গে দেখা করে মমতাকেই বিঁধলেন আব্দুল মান্নান
ঝালদায় তপন কান্দুর পরিবারের সঙ্গে দেখা করলেন আব্দুল মান্না। নতাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। বেশ কিছুক্ষণ আব্দুল মান্নান ছিলেন তপন কান্দুর বাসভবনে। তার সামনে কান্নায় ভেঙে পড়েন তপনের স্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আব্দুল মান্নান।
ঝালদায় গিয়ে নিহত তপন কান্দুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। বেশ কিছুক্ষণ আব্দুল মান্নান ছিলেন নিহতের বাসভবনে। তার সামনে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্ত্রী তথা ঝালদা ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পূর্ণিমা কান্দু। তিনি বলেন ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত ঝালদায় বোর্ড গঠন করতে দেওয়া যেন না হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আব্দুল মান্নান বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। অথচ মুখ্যমন্ত্রীর কোন প্রতিক্রিয়া নেই। রক্ষকই ভক্ষক, এই বলে সিবিআই তদন্তের দাবি করছেন তারা। যাদের এই ভাবে খুন করা হয়েছে সবার ক্ষেত্রেই তারা উপযুক্ত তদন্তের জন্য আদালতে যাবেন বলে জানান তিনি। অভিযোগ ওঠার পরও আই সি-কে কেন এখনও সাসপেন্ড করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। দাবী করেন দোষী পুলিশ আধিকারিকদের দৃষ্টান্ত মূলক শাস্তির।