ঝালদা কাউন্সিলর খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ, অপরাধীকে খুঁজে দিতে পারলে বড় পুরস্কারের ঘোষণা

ঝালদায় কাউন্সিলার খুনের ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। বুধবার থেকেই এই তদন্তে নেমে পড়েছে এই বিশেষ দল। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তৈরি হয়েছে এই দল। ঝালদা কাউন্সিলর খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করল এবার পুলিশ। সন্ধান দিতে পারলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছে।

/ Updated: Mar 17 2022, 01:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করল পুলিশ। একই সঙ্গে বড় অঙ্কের পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছে। যদি কেউ স্কেচ করা এই খুনির হদিস দিতে পারে তবে দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস.সেলভামুরুগান। ১৩ মার্চ সন্ধে বেলা তপন কান্দু হাঁটতে বেরিয়ে গুলিবিদ্ধ হন। ঘটনার দিন প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে খুনির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। যদি কেউ এই খুনির হদিস দিতে পারে তাঁকে পুলিশের পক্ষ থেকে আর্থিক ভাবে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এদিকে ঝালদায় কাউন্সিলার তপন কান্দুর হত্যার ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার থেকেই বিশেষভাবে এই তদন্তে নেমে পড়েছে এই সিট। তাদের সহায়তা করছে সিআইডি-র একটি দল। জেলা পুলিশ সুপার  এস.সেলভামুরুগান জানিয়েছেন ছয় সদস্য নিয়ে গঠিত হয়েছে এই দলটি। বুধবার সিআইডি টিম তপন কান্দুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু এবং ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, ঝালদার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে দীপক কান্দু নামে এক যুবককে। সম্পর্কে সে নিহত তপন কান্দুর ভাইপো। তার ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের অনুমান ধৃতকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এরইমধ্যে খুনির স্কেচ প্রকাশ করায় ঝালদা কাণ্ডের ঘটনায় তদন্তের অগ্রগতি হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।