উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও ভাঙ্গনের জেরে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের কালচিনি

দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ ও ক্রমাগত ভাঙ্গনের জেরে ফের ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের কালচিনির রাজাভাত চা বাগানের কোঠি লাইন এলাকা, রবিবার ভোরে প্রবল বৃষ্টির ফলে ভেঙে গিয়েছে কোঠি লাইন এলাকার কালভার্ট, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
 

Share this Video

দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ ও ক্রমাগত ভাঙ্গনের জেরে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের কালচিনির রাজাভাত চা বাগানের কোঠি লাইন এলাকা, রবিবার ভোরে প্রবল বৃষ্টির ফলে ভেঙে গিয়েছে কোঠি লাইন এলাকার কালভার্ট। ঝোরার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কয়েক হাজার চা গাছ। বর্তমানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থা, আতঙ্কে ঘর ছেড়ে অন‍্যত্র থাকতে বাধ‍্য হচ্ছে বাসিন্দারা। বাসিন্দাদের আশঙ্কা এরূপ চলতে থাকলে, ধীরে ধীরে পুরো এলাকাই ঝোরার গর্ভে চলে যাবে 

Related Video