Asianet News BanglaAsianet News Bangla

যশের তান্ডবে জলমগ্ন কপিল মুনির আশ্রম

  • প্রবল ঘূর্ণিঝড়ের তান্ডবে ভাসছে সাগরদ্বীপ
  • নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ
  • বাংলার একধিক জায়গায় চালায় তার তান্ডবলীলা
  • সেখানে জলে ভাসছে কপিল মুনির আশ্রম
May 26, 2021, 7:07 PM IST

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের তান্ডব শুরু হয়। প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বঙ্গের একাধিক জায়গায়। ঘূর্ণিঝড়ের তান্ডবে ভাসছে সাগরদ্বীপ। নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ। বাংলার একধিক জায়গায় চালায় তার তান্ডবলীলা। সেখানে জলে ভাসছে কপিল মুনির আশ্রম। প্রায় বুক সমান জল দেখাগেল কপিল মুনির আশ্রমের মধ্যে।
 

Video Top Stories