দার্জিলিং কালিংপং এ ভুমিধসের সম্ভাবনা - জানাল হাওয়া অফিস
পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে আবহাওয়ার খবরাখবর দেন , দার্জিলিং কালিংপং এ ভুমিধসের সম্ভাবনা কথা জানান তিনি
পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে আবহাওয়ার খবরাখবর দেন | তিনি জানান দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ বৃষ্টির ঘাটতি , উত্তরবঙ্গে ৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে | পয়লা জুন থেকে এই মরসুমে বৃষ্টির ঘাটতি হয়েছে দক্ষিণবঙ্গে | আগামী কয়েকদিনে এই ঘাটতি পূরণ হওয়ার কোন সম্ভাবনা নেই বললেন আবহাওয়াবিদ | উত্তরবঙ্গে আগামী কদিন ভারী বৃষ্টি হবে | দার্জিলিং কালিংপং এ ভুমিধসের সম্বাবনা থাকছে বলে জানান তিনি