Asianet News BanglaAsianet News Bangla

মণীশ শুক্লা খুনে লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এক নজরে দেখে নিন কি বললেন তিনি

Oct 5, 2020, 7:55 PM IST

বিজেপি নেতা মণীশ শুক্লার খুন নিয়ে ইতিমধ্যেই বিজেপিরা বিক্ষোভ শুরু করেছেন। শুধু তাই নয় ঘটনায় আঙুল উঠছে তৃণমূলের দিকে। প্রসঙ্গত, রবিবার রাতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। ঘটনার সময় টিটাগড় থানার সামনে একটা চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেই সময়েই দু'জন দুষ্কৃতি বাইকে করে এসে তাঁর ওপর এলোপাথারি গুলি চালায়। গুড়তর জখম অবস্থায় তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোট এলাকা। সেই সঙ্গেই সেখানে শুরু হয়ে যায় বিজেপি নেতাদের বিক্ষোভ। খুনের ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূলের পোশা গুন্ডারাই খুন করেছে বলে অভিযোগ। এই মণীশ ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং -এর অন্যতম বিশ্বস্ত লোক ছিলেন। এছাড়াও তিনি নানা সামাজিক কাজ কর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। আর সেই কারণেই এক রকম ব্যারাকপুরের দাদা হয়ে উঠেছিলেন তিনি। সেই মণীশ শুক্লার আকস্মীক প্রয়াণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সোমবার ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি। আর এই ঘটনা নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর কথায় এই সব কিছুর পেছনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোষা গুন্ডারাই এমন করছেন বলে তাঁর অভিযোগ। শুধু তাই নয় পুলিশও যুক্ত আছে এই ঘটনার সঙ্গে, এমনটাই জানাচ্ছেন তিনি। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।