'গ্যাসের দামে মানুষ বিকিয়ে যাওয়ার জোগাড়', মোদীকে তোপ মমতার

রান্নার গ্যাসের দাম মোদী সরকারকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এই মন্তব্য় করেন। মমতা বলেন, 'আজকে রান্নার গ্যাসের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেন সমুদ্রের ঢেউ উঠছে'। তিনি আরও বলেন-'যেনও দামের ঢেউ উঠছে, যেনও গ্যাস সমুদ্র'। মমতা বলেন, 'গ্যাস সমুদ্র থেকে একটু গ্যাস তুলে আনতে গেলে, টাকার পর টাকায় মানুষ বিকিয়ে যাচ্ছে'।  তিনি আরও বলেন- 'মানুষের পকেট সেন্ট্রাল গভমেন্ট লুট করছে'। 
 

/ Updated: May 18 2022, 07:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রান্নার গ্যাসের দাম মোদী সরকারকে তোপ দাগলেন জেলা সফরে গিয়ে মেদিনীপুর কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আজকে রান্নার গ্যাসের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যেন সমুদ্রের ঢেউ উঠছে। যেনও দামের ঢেউ উঠছে। যেনও গ্যাস সমুদ্র। গ্যাস সমুদ্র থেকে একটু গ্যাস তুলে আনতে গেলে, টাকার পর টাকায় মানুষ বিকিয়ে যাচ্ছে। মানুষের পকেট সেন্ট্রাল গভমেন্ট লুট করছে।' প্রসঙ্গত, পরিবহণে জ্বালানী বৃদ্ধির সঙ্গে, আগুন লেগেছে রান্নার গ্যাসের দামেও। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করল এলপিজি গ্যাস। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০২৬ টাকা। গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের ফের নাভিশ্বাস হবার জোগাড়।  মার্চ থেকে এপ্রিল ডিজেলের দাম ৯.৭ শতাংশ বেড়েছে। ফলে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ৮.৯ শতাংশ। গত এক বছরে পেট্রোলের দাম ১৬ শতাংশের বেশি, ডিজেলের দাম ১৯ শতাংশেরও বেশি এং রান্নার গ্যাস ১৭ শতাংশেরও বেশি বেড়েছে।

Read more Articles on