Asianet News BanglaAsianet News Bangla

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হাতে তুলে নিলেন রঙ-তুলি

Oct 16, 2020, 8:47 PM IST

একের পর এক পুজোর উদ্বোধনে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। এবার তেমনই এক পুজোর উদ্বোধনে গিয়ে হাতে তুলে নিলেন রঙ-তুলি। সাদা ক্যানভাসের তুলি দিয়ে এঁকে ফেললেন সুন্দর এক ছবি। এই ভাবেই তাঁকে দেখা গেল হরিদেবপুর অজয় সংহতির পুজোতে। সেখানে পুজোর উদ্বধনের পর সাদা ক্যানভাসের উপর তিনটি ফুল আঁকেন তিনি। সেখানকার পুজোর উদ্যোক্তাদের এ যেন এক উপড়ি পাওনা। 

Video Top Stories