ভোটের প্রচারসভায় মেজাজ হারিয়ে নিজেকে টাফ তকমা মমতার
Jan 20, 2021, 12:11 AM IST
ফেরা মেজাজ হারাতে দেখা গেল মুখ্যমন্ত্রী -কে। এবার পুরুলিয়ায় ভোটের প্রচারসভায়। সেখানেই সাফ জানিয়ে দিলেন তিনি যথেষ্টই 'টাফ'। তাঁর এই রুদ্রমূর্তি নতুন কিছু নয়। এর আগেও মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়েছিলেন। ভোটের প্রচার সভায় আরও একবার এমন ঘটনা। মনে করিয়ে দিল সেই কথাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। আর এখন সেই ভোটের দিকেই তাকিয়ে রাজ্য।