আজ ও জারি ইডির ম্যারাথন তল্লাশি, এবার হানা রাজারহাটের ফ্ল্যাট এ

পার্থ ঘনিষ্ট অর্পিতার ফ্ল্যাটগুলি থেকে কোটি  কোটি টাকা উদ্ধার হয়েছে , আজ ও দফায় দফায়  তল্লাশি চালাচ্ছে ইডি | 

/ Updated: Jul 28 2022, 08:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইতিমধ্যে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | পার্থ ঘনিষ্ট অর্পিতার ফ্ল্যাটগুলি থেকে কোটি  কোটি টাকা উদ্ধার হয়েছে | আজ ও দফায় দফায়  তল্লাশি চালাচ্ছে ইডি | ইডির ৪টি টিম সকালেই হানা দেয়  রাজারহাটের ফ্ল্যাট এ | আবার কিছু টিম যায় বাগুইহাটির নপাড়ার বন্ধ ফ্ল্যাট এ | ইডি সূত্রে খবর, সেখান থেকেও উদ্ধার হতে পারে বেশ কিছু নথি