ঠাকুর নগর থেকে মতুয়ারা যোগদান করলেন শহিদ দিবসের জনসমাবেশে, উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ দু বছর শহিদ দিবসে মতুয়া তৃণমূল কর্মী সমর্থকেরা যোগদান করতে পারেনি, এবার তাদের নেত্রী মমতা বালা ঠাকুর কে সঙ্গে নিয়ে ধর্মতলায় জনসমাবেশে এলেন মতুয়ারা

Share this Video

করোনা আবহে দীর্ঘ দু বছর শহিদ দিবসের ঐতিহাসিক একুশের জনসভা বাতিল ছিল, তার বদলে ভার্চুয়ালি একুশে জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠান করেন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় | দীর্ঘ দু বছর শহিদ দিবসে মতুয়া তৃণমূল কর্মী সমর্থকেরা যোগদান করতে পারেনি | এবার তাদের নেত্রী মমতা বালা ঠাকুর কে সঙ্গে নিয়ে ধর্মতলায় জনসমাবেশে এলেন মতুয়ারা | তারা রীতিমত বাদ্যযন্ত্র নিয়ে নেচে নেচে এলেন জনসমাবেশে |

Related Video