ধর্না মঞ্চে চাকরিপ্রার্থীদের হাতে ভাইফোঁটা নিলেন মহঃ সেলিম, তারপর যা বললেন

'বঞ্চনার ৫৯০ দিন' হকের চাকরির দাবিতে অনড় SSC চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্না চাকরিপ্রার্থীদের। উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার ছেড়ে পথেই কাটছে দিন। এদিন ধর্না মঞ্চে আসেন সিপিআইএম নেতা মহঃ সেলিম। তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে ভাই ফোঁটা গ্রহণ করেন।

Share this Video

'বঞ্চনার ৫৯০ দিন' হকের চাকরির দাবিতে অনড় SSC চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্না চাকরিপ্রার্থীদের। উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার ছেড়ে পথেই কাটছে দিন। এদিন ধর্না মঞ্চে আসেন সিপিআইএম নেতা মহঃ সেলিম। তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে ভাই ফোঁটা গ্রহণ করেন।

Related Video