করোনার জের, এক দিকে প্রধান মন্ত্রীর ভার্চুয়াল পুজোর উদ্বোধন অন্যদিকে দিলীপ ঘোষের করোনা সতর্ক বার্তা

  • একদিকে প্রধানমন্ত্রী দিল্লি থেকেই দুর্গা পুজোর শুভেচ্ছা বার্তা দিলেন
  • অন্যদিকে করোনা নিয়ে সতর্কতার বার্তা দিলেন দিলীপ ঘোষ
  • নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগের নির্দেশও দিলেন 
  • এক নজরে দেখে নিন আর কি বললেন তিনি
/ Updated: Oct 22 2020, 07:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক দিকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন। অন্যদিকে, নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগের নির্দেশ দিলেন দিলীপ ঘোষ। তবে সব কিছুর পেছনে কারণ একটাই আর সেটা হল করোনা। বৃহস্পতিবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। করোনা সতর্কতার কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ। একদিকে প্রধানমন্ত্রী দিল্লি থেকেই দুর্গা পুজোর শুভেচ্ছা বার্তা দিলেন। তিনি সেখানে জানান মা দুর্গার শক্তি এবং বাংলার মানুষের ভক্তি দেখে আমার মনে হচ্ছে যে আমি বাংলার পুণ্য ভূমিতেই যেন আছি। এছাড়াও তিনি বলেন বাংলায় মা দুর্গাকে ঘরে ঘরে কন্যারূপে পুজো করা হয়। সেই জন্য সব কন্যাকেই দুর্গার মত সম্মান প্রদান করা দরকার। এছড়াও তিনি করোনা নিয়ে সতর্কতার কথাও বলেন। ঠিক যখন প্রধানমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন ঠিক তখনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মানুষকে সাবধানে থাকার বার্তা দেন। তিনি বলেন এবছর কেই যেন ভিড় করে ঠাকুর না দেখে। এছাড়াও নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগ করার নির্দেশও দেন তিনি। প্রসঙ্গত, কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় দিলীপ বাবুকে। এখন অবশ্য তিনি ভালো আছেন ও বাড়িতেও আবারএবার তাঁর মুখ থেকই শোনা গেল করোনা সতর্ক বার্তা।