সাগরে মিনি টর্নেডো, মিনিট দু’য়েকের ঝড়ে লন্ডভন্ড সাগর

বৃষ্টির মাঝেই সাগরে মিনি টর্নেডোর তান্ডব। মিনিট দু’য়েকের ঝড়ে তছনছ সরকারি কটেজ। বেশ কয়েকটি দোকানও ঝড়ের তান্ডবে ভেঙে পড়ে। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ সাগর টর্নেডোর তান্ডব। টর্নেডোর জেরে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কপিল মুণির আশ্রমের কাছেই দেখা যায় টর্নের্ডো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনে যান সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডলও।

Share this Video

বৃষ্টির মাঝেই সাগরে মিনি টর্নেডোর তান্ডব। মিনিট দু’য়েকের ঝড়ে তছনছ সরকারি কটেজ। বেশ কয়েকটি দোকানও ঝড়ের তান্ডবে ভেঙে পড়ে। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ সাগর টর্নেডোর তান্ডব। টর্নেডোর জেরে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কপিল মুণির আশ্রমের কাছেই দেখা যায় টর্নের্ডো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনে যান সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডলও।

Related Video