গ্রামে রাত কাটাতে গিয়ে মাতালের খপ্পরে মন্ত্রী, আসানসোলে 'দিদিকে বলো', দেখুন ভিডিও

  • আসানসোল উত্তর বিধানসভার ঘটনা
  • সুইডি গ্রামে রাত কাটান মন্ত্রী মলয় ঘটক
  • সেখানেই মাতাল যুবকের পাল্লায় মন্ত্রী
  • মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দেন মত্ত যুবক

Share this Video

দলের নির্দেশে গ্রামে গিয়ে রাত কাটাতে হবে জনপ্রতিনিধিদের। মন্ত্রী থেকে বিধায়ক, সবার জন্য একই নিয়ম। কিন্তু রাত কাটাতে গিয়ে তৃণমূল বিধায়ক, মন্ত্রীদের জন্য যে নানা স্বাদের অভিজ্ঞতা অপেক্ষা করে আছে, শনিবার রাতে তা হাতেনাতে টের পেলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। গ্রামবাসীদের ক্ষোভ বিক্ষোভের কথা তো শুনতে হলই, তার সঙ্গে মাতাল এক যুবকের পাল্লাতেও পড়তে হল মলয়বাবুকে। মত্ত অবস্থায় মন্ত্রীকে সামনে পেয়ে কার্যত গোটা এলাকার হয়ে একাই যাবতীয় সমস্যার কথা তুলে ধরলেন ওই যুবক। সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। গোটা বিষয়টাই অবশ্য বেশ উপভোগই করেন মন্ত্রী। হাসিমুখে ওই যুবকের কথাও শোনেন তিনি। কিন্তু যেই না মন্ত্রী কিছু বলতে যান, অমনি তাঁকে থামিয়ে ফের কথা বলতে শুরু করে দেন ওই যুবক। কার্যত শ্রোতা হয়েই থাকতে হয় মন্ত্রীকে। 

শনিবার বিকেল থেকেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কন্যাপুর, রঘুনাথবাটি ও সুইডি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক মলয় ঘটক। সুইডি গ্রামে উত্তম বাড়ুই নামে এক স্থানীয় নেতার বাড়িতেই রাতে থাকেন তিনি। সন্ধেবেলা সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়ই মত্ত অবস্থায় মলয়বাবুর সামনে হাজির হন ওই যুবক। মন্ত্রী অবশ্য ছিলেন খোশমেজাজেই। 

Related Video