
Asha Workers Protest: ‘আমার সোয়েটার ধরে…!’ পুলিশের বিরুদ্ধে কাঁপিয়ে দেওয়ার মতো অভিযোগ এই আশা দিদির
Asha Workers Protest News: কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বাধা পেলেন আশা দিদিরা। পুলিশের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এই আশা মহিলা আন্দোলনকারীর। দেখুন কী বলছেন তিনি।