টলিউড ডাকছে মিস ইন্ডিয়া অ্যানিকে, আরও বড় লক্ষ্যে এগোচ্ছেন বাংলার মেয়ে

  • ভারত বিজয় শেষে এবার নতুন স্বপ্নে মশগুল অ্যানি।
  • এবার চাই মিস ইউনিভার্সের তকমা।
  • শুরু করছেন নতুন লড়াই।

Share this Video

ট্রান্স ইন্ডিয়া খেতাব জিতে দিল্লি থেকে কলকাতা হয়ে বুধবার জলপাইগুড়ি পৌঁছলেন অ্যানি দত্ত চক্রবর্তী। অ্যানির সঙ্গে ছিলেন স্বামী সাগ্নিক চক্রবর্তী। এদিন ভারতসুন্দরী বৌমাকে স্বাগত জানাতে জলপাইগুড়ি রোড স্টেশনে হাজির হয়েছিলেন শ্বাশুড়ি মৌসুমী চক্রবর্তী, দেওর সায়ক এবং আত্মীয়পরিজনেরা। পদাতিক এক্সপ্রেস থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই বৌমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল পরিবারের সদস্যরা। অ্যানি জানাচ্ছেন, র‌্যাম্পে ক্যাটওয়াক করার অভিজ্ঞতা তার কখনও ছিলনা 

পড়ুন অ্যানির গল্পঃ
বাংলার রূপান্তরকামীর মাথায় মিস ইন্ডিয়ার মুকুট, আরও বড় স্বপ্ন অ্যানির চোখে

ছয় ইঞ্চি হিল জুতো পড়ে র‌্যাম্পে ক্যাটওয়াক করার প্রশিক্ষণ নিতে তাঁকে গত দেড় মাসে একাধিকবার ছুটে যেতে হয়েছে কলকাতায়। এই মুহূর্তে ফ্রেঞ্চ ভাষা শেখা ও বিদেশে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তুতি তাঁর মূল লক্ষ্য। বাংলার এক জেলার মেয়ের এই উড়াল ভবিষ্যতে গোটা দেশের রূপান্তরকামীদের প্রেরণা দেবে, এমনটাই প্রত্যয় সকলের।

Related Video