মাঠে চাষ করছে বিধায়ক, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে উল্টোপুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়া

জনপ্রতিনিধি মানেই ঝাঁ-চকচকে বাড়ি,বিলাসবহুল বাড়ি, পিছনে কালো সাদা পোশাকে চশমা ধারী পাঁচটা পালোয়ান এসবই দেখতে অভ্যস্ত আমজনতা, কিন্তু পশ্চিমবঙ্গেরই এই বিধায়ক মাঠে চাষ করছে আর পাঁচটা চাষির মতই 

/ Updated: Aug 26 2022, 11:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জনপ্রতিনিধি মানেই ঝাঁ-চকচকে বাড়ি,বিলাসবহুল বাড়ি, এসবই দেখতে অভ্যস্ত আমজনতা | কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে উলটোপূরানের সাক্ষী থাকলো বাঁকুড়া | এক বিধায়ককে দেখা গেল মাঠে চাষাবাদ করতে | এই ঘটনা বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের করুমপুর গ্রামের | সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী হাতে সময় পেলে এমন ভাবে চাষাবাদ করেন | প্রশ্ন করাতে তিনি জানান 'কৃষিই আমার পরিবারের প্রধান জীবিকা'