মাঠে চাষ করছে বিধায়ক, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে উল্টোপুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়া

জনপ্রতিনিধি মানেই ঝাঁ-চকচকে বাড়ি,বিলাসবহুল বাড়ি, পিছনে কালো সাদা পোশাকে চশমা ধারী পাঁচটা পালোয়ান এসবই দেখতে অভ্যস্ত আমজনতা, কিন্তু পশ্চিমবঙ্গেরই এই বিধায়ক মাঠে চাষ করছে আর পাঁচটা চাষির মতই 

Share this Video

জনপ্রতিনিধি মানেই ঝাঁ-চকচকে বাড়ি,বিলাসবহুল বাড়ি, এসবই দেখতে অভ্যস্ত আমজনতা | কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে উলটোপূরানের সাক্ষী থাকলো বাঁকুড়া | এক বিধায়ককে দেখা গেল মাঠে চাষাবাদ করতে | এই ঘটনা বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের করুমপুর গ্রামের | সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী হাতে সময় পেলে এমন ভাবে চাষাবাদ করেন | প্রশ্ন করাতে তিনি জানান 'কৃষিই আমার পরিবারের প্রধান জীবিকা' 

Related Video