Mominpur Violence : মোমিনপুরে কীভাবে হামলা-বয়ান আক্রান্তদের
মোমিনপুরে ৯ তারিখ রাতের অন্ধকারে বোমাবাজি করা হয়, বাড়িতে ঢুকে ঢুকে মেয়েদের শ্লীলতাহানির করার অভিযোগ, হামলার সময়কার ঘটনার বিবরণ দিলেন আতঙ্কিত মানুষ |
৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে হামলার অভিযোগ | মোমিনপুরে ৯ তারিখ রাতের অন্ধকারে বোমাবাজি করা হয় | বাড়িতে ঢুকে ঢুকে মেয়েদের শ্লীলতাহানির করার অভিযোগ | আতঙ্কে বাড়ির গোপন কোণে আশ্রয় আক্রান্ত পরিবারের | জানলা দিয়ে বোমা মেরে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ | বোমার আঘাতে ঘরের বিছানা থেকে আসবাবপত্র পুড়ে গিয়েছে | হামলার সময়কার ঘটনার বিবরণ দিলেন আতঙ্কিত মানুষ | ৪ ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে আসে বলেও অভিযোগ আক্রান্তদের |