আবার তুষারপাত সিকিমে, সাদা চাদরে ঢাকল উত্তর লাচেন, দেখুন ভিডিও

  • সিকিমের উত্তর লাচেনে ফের তুষারপাত
  • শুক্রবার ভোররাত থেকে বরফ পড়া শুরু
  • সিকিমে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
     

Share this Video

ফের ভারী তুষারপাত হল সিকিমের উত্তর লাচেনে। শুক্রবার ভোররাত থেকেই টানা তুষারপাতে সাদা হয়ে যায় উত্তর লাচেন। পথঘাট, বাড়িঘর, হোটেল বা রাস্তায় দাঁড়ানো গাড়ি, সবকিছুই বরফে ঢেকে যায়। এ বারের শীতের মরশুমের শুরু থেকেই তুষারপাত চলছে উত্তর লাচেনে। তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকরাও। শুক্রবার গভীর রাতে বা শনিবার ভোরেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দাঁর্জিলিং-এর উঁচু এলাকাগুলিতে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Related Video