দ্বিতীয়বার কন্যা সন্তান, তাই মেয়ের শ্বাসরোধ করে খুন করল মা নিজেই

  • তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মা
  • বুধবার ঘটনাটি ঘটেছে গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে
  • অভিযুক্ত মহিলার নাম পূরবী পাত্র
  • ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহিলাকে

Share this Video

তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রথম মেয়ের পরে আবার ময়ের জন্ম দেন পূরবী পাত্র নামের এই মহিলা। শুধু তাই নয় মেয়েটি কালো হওয়ায় প্রথম থেকেই তাকে ঠিকমতো দেখাশোনা করতেন না পূরবী। এমনকি মাঝে মাধ্যেই সে মারধোরও করত তাঁর শিশু কন্যাকে। ঘটনার দিন সকালে বাড়িতে তাঁর স্বামী শ্বাশুড়ি কেউই ছিলনা, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে মেয়েকে শ্বাস রোধ করে খুন করেন পূরবী। পরে ঘটনা জানাজানি হয়েগেলে গ্রামের লোকেরাই পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়া ও গ্রেফতার করে পূরবী পাত্র -কে। 

Related Video