সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই মমতার, সরাসরি চ্যালেঞ্জ মুকুলের
- সব্যসাচী দত্ত নিয়ে ফের সরব মুকুল রায়
- মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ
- শুক্রবারই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছেন বিধাননগরের মেয়র
সব্যসাচী দত্তকে তাড়ানোর সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি তৃণমূল নেত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবারই কলকাতা হাইকোর্টে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছেন বিধাননগরের মেয়র। এই প্রসঙ্গেই মুকুল রায় শুক্রবার তৃণমূলকে নিশানা করে বলেন, 'সব্যসাচী মামলা করেছে কি না, সে বিষয়ে বিশদে কিছু আমি জানিনা। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে, তৃণমূলের এত দুর্দশা যে সব্যসাচী বার বার দলের থেকে নিজের দূরত্ব তৈরি করলেও তাঁকে তাড়িয়ে দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। আমি চ্যালেঞ্জ করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত নেই সব্যসাচীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার।' সব্যসাচী দত্ত বার বারই স্বীকার করেছেন, মুকুল রায় তাঁকে পরামর্শ দিয়েছেন। তবে সব্যসাচীকে পরামর্শ দিলেও মামলা করার বিষযে তিনি সব্যসাচীকে কোনও পরামর্শ দেননি বলেই শুক্রবার দাবি করেছেন মুকুল রায়।
যদিও সব্যসাচী দত্তের আইনি পদক্ষেপকে গুরুত্ব না দিয়েই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে কটাক্ষ করে বলেন, সব্যসাচীর জায়গায় তিনি থাকলে অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই নৈতিকতার কথা ভেবে পদত্যাগ করতেন।