মুখ্যমন্ত্রীকে দেখতে এসে অসুস্থ ছোট্ট মুসকান, 'সেবিকার' ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়

বক্তব্য রাখতে রাখতে বিষয়টি নজরে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে মঞ্চে নিয়ে আসতে। নির্দেশ পাওয়া মাত্রই নিরাপত্তারক্ষীরা মেয়েটিকে কোলে করে মঞ্চে নিয়ে আসেন।

/ Updated: Jun 07 2022, 08:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে  কাছ থেকে দেখার সাধ ছিল অনেক দিনের। আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার খবর  শোনার পরই তাঁকে দেখার জন্য বায়না করেছিল ছোট্ট মুসকান। মেয়ের আবদার রাখতে মঙ্গলবার মেয়েকে নিয়ে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হাজির হন বীরপাড়ার বাসিন্দা আরপিনা বিবি। মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন সভাস্থলেই অসুস্থ হয়ে পড়ে মুসকান। বক্তব্য রাখতে রাখতে বিষয়টি নজরে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে মঞ্চে নিয়ে আসতে। নির্দেশ পাওয়া মাত্রই নিরাপত্তারক্ষীরা মেয়েটিকে কোলে করে মঞ্চে নিয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য থামিয়ে মেয়েটির শুশ্রুষায় হাত বাড়িয়ে দেন। নিজের হাতেই কিশোরীর মুখ মুছিয়ে জল খাইয়ে দেন, হাতে লাগিয়ে দেন স্যানিটাইজার। পরে মঞ্চে উপস্থিত জলপাইগুড়ির বিধায়ক পিকে বর্মা বাচ্চাটির স্বাস্থ্য পরীক্ষা করেন। মেয়েটি কিছুটা সুস্থ হলে আর বক্তব্য না রেখেই মুখ্যমন্ত্রী সভাস্থল ত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর এমন ভূমিকায় খুশি শিশুটির মা আরপিনা বিবি। তিনি জানান, মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলেন তাতে আমি খুব খুশি। তিনি আরও বলেন প্রবল ভিড় আর গরমের কারণেই তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এত ভিড় ছিল সভায় যে তাঁরা বসার জায়গা পাননি।